কারণে-অকারণে সড়ক অবরোধ, বাড়ছে জনভোগান্তি

গত ৫ আগস্টের পর থেকে রাজধানী ঢাকা যেন দাবির শহর হয়ে ওঠেছে। প্রায় প্রতি দিনই ঢাকার কোথাও না কোথাও সড়ক আটকে লোকজন বসে পড়ছেন দাবি আদায়ে। এতে বাড়ছে জনভোগান্তি। তবুও দাবি আদায়ে অনড় তারা, ছাড়ছেন না সড়ক।

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা টানা কয়েকদিন ধরে আন্দোলন করেন। এ সময় শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করে রাখায় দুর্ভোগে পড়েন যানবাহনের যাত্রী ও চালকরা। ঘণ্টার পর ঘণ্টা তাদের সড়কে বসে থাকতে হয়েছে। এ নিয়ে তখন ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন পথচারী ও যানবাহনের যাত্রী-চালকরা।

আন্দোলনের নামে সড়ক অবরোধ করায় এবার খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলমও বিরক্তি প্রকাশ করেছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানের নৌ পুলিশ সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কারণে-অকারণে অবরোধের নামে রাস্তাঘাট বন্ধ করা হচ্ছে। এরা ধৈর্যের সীমা শেষ করে দিচ্ছে। আপনারা আপনাদের গণমাধ্যমে জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গণমাধ্যম ভালোভাবে প্রচার করলে জনগণ রুখে দেবে। রাস্তা বন্ধ না করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ বলতে পারে। কর্তৃপক্ষ কাজ না করলে স্কুল বা কলেজের মাঠে আন্দোলন করতে পারে। সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি হয় এমন কাজ যেন না করে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। বিদেশে যারা পালিয়ে আছে তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসল জন (শেখ হাসিনা) বাংলাদেশে নেই। আমরা তাকে কোথা থেকে ধরবো। যারা দেশে নেই তাদের তো পুলিশ গিয়ে ধরে আনতে পারে না। এটার এক্ষেত্রে আমরা চেষ্টা করছি। পার্শ্ববর্তী দেশের সঙ্গে একটি চুক্তি আছে, সেই ভাবে তাদের আনার কাজ চলছে।

গুলশানের নৌ পুলিশ সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা । ছবি: সংগৃহীত

সরকার পতনের পরে ছয় মাস পূর্ণ হয়েছে, আপনারা কতটুকু অর্জন করতে পেরেছেন? আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুশি কি-না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা কতটুকু অর্জন করতে পেরেছি এটা জনগণ বলতে পারবে। গণমাধ্যমের সহকর্মীরা বলতে পারবেন। আমরা কেমন পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছি। জনগণের আশা আমরা আস্তে আস্তে পূরণ করছি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.