করোনায় ইরানি এমপির মৃত্যু
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ইরানের একজন সংসদ সদস্য। দেশটির একটি বার্তা সংস্থার বরাত দিয়ে এ খবর দিয়েছে দ্য ইন্ডেপেন্ডেন্ট। মারা যাওয়া ওই সংসদ সদস্যের নাম মোহাম্মদ আলি রামাজানি দাস্তাক। গত সপ্তাহে আস্তানা আশরাফিহ নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়েছিলেন রক্ষণশীল দলের এই এমপি।
ইতিমধ্যে ইসলামিক প্রজাতন্ত্রটিতে ভয়াবহ রূপ ধারণ করেছে করোনা ভাইরাস। চীনের পর ভাইরাসটির বিস্তারে নতুন উপকেন্দ্রে পরিণত হয়েছে ইরান। বিবিসি স্থানীয় হাসপাতালগুলোর বরাত দিয়ে জানিয়েছে, ইরানে নিহতের সংখ্যা দুই শতাধিক। এরমধ্যে রয়েছেন ওই সংসদ সদস্যও।
শনিবার সকালে তাকে হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। ইরাক-ইরান যুদ্ধের সময় তিনি যুদ্ধক্ষেত্রে আহত হয়েছিলেন বলে জানা গেছে।

Comments are closed.