সেবামূলক কর্মকাণ্ডে ধারা বদলাচ্ছে ছাত্র রাজনীতির

সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মধ্য দিয়ে বদলে যাচ্ছে ছাত্র রাজনীতির ধারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ৭ দিন ব্যাপী হেলথ ক্যাম্পে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসকের পরামর্শ পেয়ে খুশি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কল্যাণে আসবে, ছাত্রসংগঠনগুলোর এমন যে কোনো উদ্যোগে পাশে থাকার আশ্বাস বিশ্ববিদ্যালয় উপাচার্যের।

হলের ফটকেই স্বাস্থ্য সেবার পসরা নিয়ে দাড়িয়ে ভ্রাম্যমান বাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেডিসিন, গাইনি, চর্ম, দন্ত ও নাক কাল গলার চিকিৎসকদের কাছে পাচ্ছেন বিনামূল্যে পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ। টিএসসি, কার্জন হলসহ একেকদিন একেক এলাকায় চলছে সেবা কার্যক্রম।

৩০ জানুয়ারি থেকে শুরু হওয়া ছাত্রশিবিরের ৭দিনব্যাপী হেলথ ক্যাম্পে ভীষণ খুশী শিক্ষার্থীরা। চিকিৎসা নিচ্ছেন হলের স্টাফরাও। প্রতিদিন গড়ে চিকিৎসা নিচ্ছেন ৪শ’ জন। গড়ে ওষুধ বিতরণ করা হচ্ছে এক লাখ ত্রিশ হাজার টাকা পর্যন্ত।

প্রথমবার শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়ায় চাহিদা অনুযায়ী আগামীতেও বড় পরিসরে হেলথ ক্যাম্প আয়োজনের আশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতির।

সভাপতি এস এম ফরহাদ বলেন, ‘রোগীর নিড কেমন, কেমন চিকিৎসা দরকার এটার ওপর নির্ভর করে আমরা পরবর্তীতে বড় বড় হাসপাতালগুলোর সঙ্গে এমওইউতে যাব চিন্তা। বেসরকারি হাসপাতালগুলোর সাথে আলাপ হওয়া, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গেলে সহজে ও সুলভে চিকিৎসা সুবিধা পায়।’

পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র সংগঠনগুলোর কল্যাণমুখী কর্মকাণ্ডকে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, ‘ছাত্র সংগঠন যারা আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা প্রথাগত রাজনীতির বাইরে ভালো কিছু করার চেষ্টা করছে। এটাকেই যদি আমার স্বাস্থ্যকেন্দ্রের নিয়মিত কাজে পরিণত করতে পারি তাহলে বড় কাজ হবে।’

You might also like

Comments are closed.