খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ: আজ সারাদেশে বিক্ষোভ

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন উচ্চ আদালতে খারিজের আদেশকে ‘সরকারের হিংসাশ্রয়ী নীতির বহিঃপ্রকাশ’ অভিহিত করে আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরীসহ সারা দেশের জেলা সদরে বিক্ষোভ কর্মসূচি রয়েছে বিএনপির।

খালেদা জিয়ার জামিন আবেদন হাইকোর্টে খারিজ হওয়ার পর গত বৃহস্পতিবার বিকেলে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, ‘উচ্চ আদালতের এই খারিজ আদেশের মধ্য দিয়ে সরকারের হিংসাশ্রয়ী নীতিরই বহিঃপ্রকাশ ঘটাল। সরকার মুক্তিপণ আদায়ের মতোই দেশনেত্রী খালেদা জিয়াকে অন্যায়, অন্যায্য ও সকল আইনি অধিকার লঙ্ঘন করে কারারুদ্ধ করে রেখেছে। এই কারারুদ্ধ করার মধ্য দিয়ে তারা তাদের অবৈধ ক্ষমতা ধরে রাখার মুক্তিপণ আদায় করছে।’

You might also like

Comments are closed.