পপির বিরুদ্ধে বোনের জমি দখলের চেষ্টার অভিযোগ

চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ তুলেছেন তার বোন ফিরোজা পারভীন। সম্প্রতি খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় এ অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেন ফিরোজা।

জিডি সূত্রে জানা যায়, পপি তার স্বামী আদনান উদ্দিন কামালসহ ২০-২৫ জনকে নিয়ে সোমবার দুপুরের দিকে সোনাডাঙ্গার শিববাড়ি এলাকায় পৈতৃক জমি দখলের চেষ্টা করেন। তাদের বাধা দেওয়া হলে ফিরোজাসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।

পপির মেজ বোন ফিরোজা বলেন, ‘আমরা ৪ বোন, ২ ভাই। পপি সবার বড়। তিনি ২০০৭ সাল থেকে আমাদের পৈতৃক জমি দখলের চেষ্টা করছেন। বাবা জীবিত থাকা অবস্থায় তার কাছ থেকে জোর করে অনেক কিছু লিখে নিয়েছেন।’

ফিরোজা আরও অভিযোগ করেন, ‘২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি বাবা মারা যাওয়ার পর থেকে তিনি জমি দখলের জন্য আরও মরিয়া হয়ে উঠেছেন। বিভিন্ন সময়ে তিনি ও তার স্বামী আমাদের হয়রানি করছেন। ভুয়া জমির দলিল করা, বিদ্যুৎ-পানির লাইন তাদের নামে করে আনাসহ নানাভাবে আমাদের উচ্ছেদ করার চেষ্টা করছেন।’

অভিনেতা জায়েদ খান ও সাজু এই দখল কাজের সঙ্গে সম্পৃক্ত বলেও অভিযোগ করেন ফিরোজা। আমাদের সবমিলিয়ে মাত্র ছয় কাঠার মতো জায়গা আছে। এটাও যদি পপি দখল করে নেন, তাহলে আমরা কোথায় যাব?’ প্রশ্ন রাখেন তিনি।

ফিরোজার অভিযোগ, পপি ও তার স্বামী তাদেরকে হত্যার হুমকিও দিয়েছেন।

সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ফিরোজা পারভীন এসে পপি ও তার স্বামীসহ কয়েকজনের নামে জিডি করেছেন।’

এ বিষয়ে জানতে পপিকে ফোন করা হলেও তিনি ধরেননি। জায়েদ খান এ বিষয়ে কথা বলবেন না বলে জানান।

You might also like

Leave A Reply

Your email address will not be published.