নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ফুলজোড় নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

কামারখন্দ ফায়ার সার্ভিসের পরিদর্শক অপু কুমার মণ্ডল জানান, রবিবার ( ২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ফুলজোড় নদীর ঝাঁটিবেলাই এলাকা থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।

মৃতরা হলেন- সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা ঘোষপাড়া এলাকার বিশ্বজিৎ নিয়োগীর ছেলে কৃষ্ণ নিয়োগী (১৫), সয়াধানগড়া নতুনপাড়ার প্রভাষক ইমরুল হাসান সোহেলের ছেলে সারজিল (১৫) এবং ঝাঁটিবেলাই গ্রামের আব্দুর রহিমের ছেলে রাফি। তারা সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী সৈকত ও আব্দুল মমিন বলেন, ঝাঁটিবেলাই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক রঞ্জুর নাতি জারিফের পাঁচ বন্ধু তাদের বাড়িতে বেড়াতে আসে। দুপুরে তারা ছয় জন ফুলজোড় নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তিনজন নদীতে ডুবে যায়। বাকিরা সাঁতরে উঠে আসে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা অপু কুমার বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। সন্ধ্যা ৭টার দিকে রাফির মরদেহ উদ্ধারের পর রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। রাজশাহী থেকে আসা ডুবুরিদলরিবিবার সকাল সাড়ে ৮টা থেকে আবার উদ্ধার অভিযান শুরু করে। বেলা ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে সারজিল ও কৃষ্ণ নিয়োগীর মরদেহ উদ্ধার হয়।

মৃতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কামারখন্দ থানার ওসি মোখলেসুর রহমান জানান।

You might also like

Leave A Reply

Your email address will not be published.