বাঁশ দিয়ে সড়ক আটকে দিলেন তিতুমীরের শিক্ষার্থীরা

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন পঞ্চম দিনে গড়িয়েছে। এবার বাঁশ দিয়ে তিতুমীর কলেজের সামনের দুই পাশের সড়ক আটকে দিয়েছেন শিক্ষার্থীরা। রবিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে সড়ক আটকে দেয় শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের সড়ক অবরোধ করার ফলে মহাখালী থেকে গুলশান এবং গুলশান থেকে মহাখালী পর্যন্ত রাস্তার যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা দাবির পক্ষে রাস্তায় অবস্থান নিয়ে না না স্লোগান দিচ্ছেন।

হঠাৎ করে রাস্তা বন্ধ করার পর শিক্ষার্থীদের সঙ্গে যাত্রীদের কথাবার্তা হয়। যাত্রীরা সড়ক খুলে দিতে বললেও শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

এদিকে, সরকারি তিতুমীর কলেজকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ ব্যানারে পঞ্চম দিনের মতো আমরণ অনশনে বসেছেন কলেজটির কয়েকজন শিক্ষার্থী। রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে আমরণ অনশন কর্মসূচিতে বসেন তারা।

বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবিতে চলা অনশন কর্মসূচিতে এখন পর্যন্ত অসুস্থ হয়ে চারজন সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শিক্ষার্থীরা বলছেন, যে কোনো মূল্যে ৭ দফা কর্মসূচি মেনে নেওয়ার ঘোষণা আসতে হবে। যতক্ষণ এই ঘোষণা না আসবে, ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.