বনশ্রীতে শিশু হত্যার অভিযোগে আটক মা

রাজধানীর বনশ্রী এলাকায় ‘দাম্পত্য কলহের জেরে’ সাড়ে তিন বছর বয়সী মেয়েকে হত্যার অভিযোগে তার মা তসনিম চৌধুরী ছোঁয়াকে আটক করেছে পুলিশ।

মায়ের মারধরে আহত আয়না নুর ইসলাম নামের ওই শিশুটিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় শুক্রবার মাঝরাতের দিকে।

খিলগাঁও থানার এসআই গোলজার হোসেন জানিয়েছেন শুক্রবার (৩১ জানয়ারি) রাত সাড়ে ১২টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

এসআই হোসেন বলেন, “নিহত শিশুর মুখমন্ডল, মাথা, চোখের নিচে ও বুকে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।”

আয়নার বাবা এসএম আতিকুল ইসলাম ও মা তসনিম চৌধুরী ছোঁয়ার মধ্যে দীর্ঘদিন ধরে ‘দাম্পত্য কলহ’ চলছিল বলে জানিয়েছেন ওসি হোসেন।

আতিকুর ইসলাম সিদ্ধেশ্বরীতে থাকেন আর ছোঁয়া তার দুই ছেলেমেয়েকে নিয়ে দক্ষিণ বনশ্রী এল ব্লকের ১২ নম্বর সড়কের একটি বাসায় থাকতেন।

ওসি হোসেন জানিয়েছেন প্রাথমিকভাবে পুলিশ জেনেছে স্বামীর সঙ্গে কলহের জেরে ছোঁয়া তার সাড়ে তিন বছর বয়সী মেয়ে ও ছয় মাস বয়সী ছেলেকে মারধর করেন। পরে অচেতন অবস্থায় মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মায়ের মারধরে ছয় মাস বয়সী আহত ছেলেটিকেও ঢাকা মেডিকেলে রেখে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

এসআই হোসেন বলেন, “এই ঘটনায় শিশুটির মা তসনিম চৌধুরী ছোয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দাম্পত্য কলহের বাইরে অন্য কোনও কারন রয়েছে কী না তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।”

ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

You might also like

Leave A Reply

Your email address will not be published.