ভারতীয় বিশেষ বিমানে উহান থেকে ২৩ বাংলাদেশি দিল্লিতে

চীনের উহানে করোনাভাইরাসের কারণে আটকে পড়া ২৩ বাংলাদেশি নাগরিক ভারতের বিশেষ বিমানে করে দিল্লি নেমেছেন। আজ বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশনের এক ফেসবুক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

ওই পোস্টে বলা হয়, ২৩ জন বাংলাদেশি নাগরিককে চীনের উহান থেকে একটি বিশেষ ভারতীয় ফ্লাইটে সরিয়ে নেওয়া হয়েছে। তারা আজ দিল্লিতে অবতরণ করেছেন। অন্যান্য ভারতীয় নাগরিকের পাশাপাশি তাঁদের দিল্লির শহরতলিতে কোয়ারেন্টাইনে (রোগ সংক্রমণের আশঙ্কায় পৃথক রাখা) রাখা হবে।

ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গেছে, বাংলাদেশের নাগরিকদের কোয়ারেন্টাইনে রাখা হবে।

You might also like

Comments are closed.