রেলের রানিং স্টাফদের কর্মবিরতিতে ভোগান্তিতে যাত্রীরা

দাবি আদায়ে মধ্যরাত থেকে কর্মবিরতিতে রেলওয়ের রানিং স্টাফরা। ফলে বন্ধ সারা দেশের ট্রেন চলাচল। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আসা যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে। তাদের দাবি, আগে থেকে জানিয়ে দিলে এমন পরিস্থিতিতে পড়তে হত না।

পূর্ব ঘোষণা অনুযায়ী, সারা দেশে কর্মবিরতি করছেন রেলওয়ের রানিং স্টাফরা। আর এতেই বন্ধ রয়েছে সারা দেশের ট্রেন চলাচল। তাই ব্যস্ত টিকিট কাউন্টারগুলোতে নিরবতা। খোলেনি আন্তঃনগর ট্রেনের টিকিট কাউন্টারগুলোও।

কমলাপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, কেউ যাবেন ময়মনসিংহ, কেউ নেত্রকোনা আবার কেউবা রাজশাহী কিংবা কক্সবাজার। ভোরের আলো ফোটার আগেই যাদের বিভিন্ন গন্তব্যে যাত্রা, কমলাপুর রেলস্টেশনে আজ তাদের অপেক্ষা।

তারা জানান, স্টেশনে আসা কেউই জানতেন না ট্রেন চলাচল বন্ধ। তাই কাউন্টারে এসেই পড়তে হয় বিপাকে। শীতে মধ্যে পরিবার নিয়ে আসা যাত্রীদের ভোগান্তি পৌঁছেছে চরমে।

বিলকিস আরা বেগম নামে এক নারী বলেন, ‘আমার সঙ্গে ২টা বাচ্চা রয়েছে। এখন শুনছি ট্রেন চলবে না। শিশুদের নিয়ে কীভাবে যাবো, চিন্তায় পড়ে গেলাম।’

কামরুল হাসান নামে এক যাত্রী বলেন, ‘ট্রেন ধরার জন্য আগেভাগেই এসেছি। কিন্তু এখন এসে দেখি বলছে, অবরোধ চলছে। তাই ট্রেন চলবে না। এতে তো সমস্যায় পড়ে গেলাম।’

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেওয়া এবং আনুসাঙ্গিক সুবিধা দেয়ার দাবি পূরণ না হওয়ায় সোমবার (২৭ জানুয়ারি) রাত ১২টার পর থেকে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.