মালয়েশিয়ায় আটক ৭২ ‘অবৈধ’ বাংলাদেশি

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে দেশটির ইমিগ্রেশন পুলিশ ৭২ বাংলাদেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে। বুধবার (২২ জানুয়ারি) কুয়ালালামপুরের জনপ্রিয় পর্যটন এলাকা বুকিত বিনতাংয়ের জালান আলোর এলাকা থেকে তাদের আটক করা হয়। খবর মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামার।

কুয়ালালামপুরের ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফের বরাত দিয়ে বারনামা জানায়, কুয়ালালামপুর সিটি হলের সহযোগিতায় স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ অভিযান শুরু হয়। আটকদের মধ্যে ৭২ জন বাংলাদেশি ছাড়া মিয়ানমারের ৬০ জন, ইন্দোনেশিয়ার ২৪ জন, নেপালের ১৬ জন, পাকিস্তানের তিনজন এবং মিসর ও সুদানের একজন করে আছেন।

অভিযান শেষে স্থানীয় সাংবাদিকদের ইউসুফ জানান, আটকদের মধ্যে অনেকের বৈধ কাগজপত্র নেই। আবার অনেকের এই দেশে থাকার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। সংশ্লিষ্ট আইন অনুসারে মামলাটির তদন্ত হচ্ছে। পরবর্তী কার্যক্রমের জন্য তাদের ইমিগ্রেশন হেডকোয়ার্টারে নেওয়া হয়েছে।

You might also like

Comments are closed.