পাচার হওয়া অর্থ ফেরাতে লাগার্ডের সহায়তা চাইলেন ড. ইউনূস

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরশাসনের সময় দেশ থেকে পাচার হয়ে যাওয়া কোটি কোটি ডলার উদ্ধারে ইউরোপিয় কেন্দ্রীয় ব্যাংকের সভাপতি ক্রিস্টিন লাগার্ডের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে তাদের সাক্ষাৎ হয়।

এসময় ড. ইউনূস আইএমএফের সাবেক প্রধান লাগার্ডকে বলেন, স্বৈরশাসনের ঘনিষ্ঠরা দেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে প্রায় ১৭ বিলিয়ন ডলার সরিয়ে নিয়েছে এবং হাসিনার ১৫ বছরের আমলে বছরে ১৬ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে।

টাকা পাচারের এই ঘটনাকে বিশাল ডাকাতি উল্লেখ করে ড. ইউনূস বলেন, তারা প্রথমে ব্যাংক দখল করে এবং তারপর ঋণ নেয়, যা তারা কখনও ফেরত দেয়নি।

লাগার্ড অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উদ্ধারের পদক্ষেপকে সমর্থন করবেন জানিয়ে বলেন, বাংলাদেশের উচিত অর্থ উদ্ধার এবং তা দেশে ফেরত পাঠানোর জন্য আইএমএফের সাহায্য নেওয়া।

আলোচনাকালে তারা জুলাইয়ের বিদ্রোহ এবং বাংলাদেশের সংস্কার উদ্যোগ নিয়েও আলোচনা করেন। এসময় লাগার্ড বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তার সমর্থনও ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.