২০১৭ সালের ২৭ জুলাই ‘১০৬’ নম্বরে ‘টোল ফ্রি’ হটলাইন চালু করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। যে নম্বরে ডায়াল করে সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশের যে কোনো জায়গা থেকে তাদের অভিযোগ জানাতে পারেন বাংলাদেশের সাধারণ নাগরিকরা।
এবার কেবল প্রবাসীদের কাছ থেকে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ জানতে আরেকটি নতুন হটলাইন চালু করেছে দুর্নীতি দমন কমিশন। হটলাইন হিসেবে +৮৮০৯৬১২১০৬১০৬ নম্বরটি রোববার চালু করা হয়েছে বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে অবহিত করেছেন।
এর মাধ্যমে এখন থেকে প্রবাসীরাও সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত +৮৮০৯৬১২১০৬১০৬ নম্বরে ফোন করে স্ব স্ব অভিযোগ জানাতে পারবেন। তবে প্রবাসীদের জন্য হটলাইনটি ‘টোল ফ্রি’ রাখা হয়নি।