জামালপুরে সাবেক মেয়রের বাড়িতে গোপন বৈঠক, আটক ৮

জামালপুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর বাড়িতে গোপন বৈঠকের সময় তার আট অনুসারীকে আটক করেছে পুলিশ।তারা নাশকতার পরিকল্পনায় বৈঠক করছিলেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হযেছে।

সোমবার (২০ জানুয়ারি) রাতে পৌর শহরের পাথালিয়া এলাকায় মেয়র ছানুর বাড়ি থেকে তাদেরকে আটক করে থানা পুলিশ।

আটককৃতরা হলেন শহরের পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে আক্রাম হোসেন (৫২), মৃত কেরামত আলীর ছেলে আব্দুল মান্নান (৪৮), মৃত সুরুজ আলীর ছেলে মাহমুদুর রহমান (৪৫) ও মৃত গুল মাহমুদের ছেলে আব্দুল মজিদ, পাথালিয়া গুয়াবাড়ী এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে হেলাল উদ্দিন (৪৫), পাথালিয়া মধ্যপাড়া এলাকার মৃত আজিজুল হকের ছেলে ও মেয়র ছানুর অফিস সহকারী রাশেদুল ইসলাম (৯), কম্পপুর মধ্যপাড়া এলাকার ইসমাইল হোসেনর ছেলে শামীম (৩৮) এবং বসাকপাড়া এলাকার মনিন্দ্র চন্দ্র দের ছেলে বিজয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো.আতিক জানান, পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর পাথালিয়ার বাড়ীতে তার অনুসারীরা রাতে গোপন বৈঠক করছেন এমন গোপন সংবাদেও ভিত্তিতে সাবেক মেয়র ছানুর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক থেকে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

You might also like

Comments are closed.