যুদ্ধবিরতি: রাফাহ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা

আর মাত্র কয়েক ঘণ্টা পরই হামাস ও ইসরাইলের মধ্যে বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হতে যাচ্ছে । তারই অংশ হিসেবে দক্ষিণ গাজার রাফাহ শহর ছাড়তে প্রস্তুতি শুরু করেছে ইসরায়েলি সেনারা। রবিবার (১৯ জানুয়ারি) সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজায় দীর্ঘ ১৫ মাস ধরা চলা রক্তক্ষয়ের অবসান হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে। এর কয়েক ঘণ্টা আগে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহর থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার শুরু হয়েছে।

গাজায় আলজাজিরা আরবির সংবাদদাতা জানিয়েছেন, দক্ষিণ শহরের রাফাহ এর কেন্দ্র থেকে সামরিক যানবাহনসহ ইসরায়েলি সেনারা ফিরে যাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি সেনাদের বহর মিশরের সাথে গাজার দক্ষিণ সীমান্ত বরাবর ফিলাডেলফি করিডোরের দিকে ফিরে যাচ্ছে।

এদিকে যুদ্ধবিরতি শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে প্রয়োজনে মার্কিন সমর্থনে গাজায় পুনরায় যুদ্ধ শুরু করার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

স্থানীয় সময় শনিবার (১৮ জানুয়ারি) যুদ্ধবিরতি নিয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, এটি স্বল্পস্থায়ী। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে আরও আগ্রাসী রূপে গাজায় হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েল।

ভাষণে যুদ্ধবিরতিকে নিজের জয় বলে উল্লেখ করেছেন নেতানিয়াহু। এজন্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহায়তা করেছেন বলেও মন্তব্য তার।

You might also like

Leave A Reply

Your email address will not be published.