আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলায় ১৬ জনের নামে মামলা

রাজধানীতে আদিবাসী বিক্ষোভকারীদের ওপর বুধবারের (১৫ জানুয়ারি) হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারজন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং জাতীয় নাগরিক কমিটির সদ্য বহিষ্কৃত এক সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় আরও অন্তত ২০০-৩০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দসংবলিত গ্রাফিতি রাখা ও না–রাখা নিয়ে বুধবার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ মিছিলে হামলার ঘটনা ঘটে। ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামের একটি সংগঠনের নেতাকর্মীদের এই হামলা অন্তত ২০ জন আহত হন।

শনিবার(১৮ জানুয়ারি) সকালে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, পাহাড়ী ছাত্র পরিষদের ঢাকা মহানগর ইউনিটের সভাপতি জগদীশ চাকমা বৃহস্পতিবার শনিবার(১৬ জানুয়ারি) মতিঝিল থানায় মামলাটি করেন।

অভিযুক্ত যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন: আরিফ আল খবির, (৩৮) মো. আব্বাস, ২৪; ঢাবির আইন বিভাগের সাবেক শিক্ষার্থী জিয়াউল হক (২৮); ঢাবির অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন রাহাত (২৩); ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং স্টুডেন্টস ফর সভরেনিটির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব মজুমদার (২০); ঢাবির যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী শহীদুর রহমান (২৫); জাতীয় নাগরিক কমিটির ধানমন্ডি ইউনিটের সদ্য বহিষ্কৃত সদস্য শাহাদাত ফারাজী সাকিব (৩৫); শওকত (২১); রাজন হোসেন (২০); ওয়াফি (২০); মনোয়ার (২৪); নুহান (২০); জিহাদ (২২); সজীব (২৫); আব্দুল মালেক (২৮) ও গোলাম আলী নাঈম (২৪)।

এদের মধ্যে খবির ও আব্বাসকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

এর মধ্যেই জাতীয় নাগরিক কমিটির সদস্য সাকিবকে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) তারা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সাকিবের সাম্প্রতিক কর্মকাণ্ড তাদের আচরণবিধি ও সংগঠনের মূলনীতির পরিপন্থী।

You might also like

Leave A Reply

Your email address will not be published.