পুরনো নিয়মেই বুয়েটের ভর্তি পরীক্ষা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগের মতোই নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বুধবার বুয়েটের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সভায় এ সিদ্ধান্ত হয়।

ফলে তারা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সমন্বিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় যাচ্ছে না।

বুয়েটের শিক্ষা পরিষদের সদস্য ও ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, বুয়েট দীর্ঘদিন ধরেই যে পদ্ধতিতে পরীক্ষা নিয়ে আসছে, সেভাবেই পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

এর আগে গত ২৩শে জানুয়ারি দেশের সবকটি বিশ্ববিদ্যালয়কে নিয়ে সমন্বিতভাবে ভর্তি পরীক্ষার প্রাথমিক সিদ্ধান্ত নেয় ইউজিসি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ পাঁচটি বড় বিশ্ববিদ্যালয় এ বিষয়ে অনাগ্রহ দেখায়।

You might also like

Comments are closed.