তিন ঘণ্টার চেষ্টায় নিভল ট্যানারি গুদামের আগুন
প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিভে গেছে রাজধানীর হাজারীবাগ বাজারে ট্যানারির গুদামে লাগা আগুন। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর দুটোর দিকে লাগা আগুন বিকাল ৩টা ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে। এতে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবি কাজ করে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে। ছবি: সংগৃহীত
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে তারা আগুন লাগার খবর পান। সাততলা একটি ভবনের পঞ্চম তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে দুই ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এরপর একে এক বাড়ানো হয় ইউনিটের সংখ্যা। মোট ১২টি ইউনিট সেখানে কাজ করে।