রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, শিশুর মৃত্যু
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ঘুমন্ত এক শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া শতাধিক ঘরবাড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে টেকনাফ মৌচনী ২৬নং ক্যাম্পের জি-২ ব্লকে এই ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও রোহিঙ্গা বাসিন্দাদের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে এক শিশু নিহত হওয়ার খবর ক্যাম্প প্রশাসন সূত্রে জানা গেছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে দুইজন।
টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, টেকনাফ মৌচনী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এক ঘুমন্ত শিশু নিহত হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন দুইজন। আগুনে প্রায় শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে।