রাতে হবে না কোনো ভোটই: ইসি মাছউদ

রাতের ভোট কল্পনা করতে পারি না। কোনো ভোটই রাতে হবে না। সবার সহযোগিতা পেলে আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিবো। যত দ্রুত ঐকমত্য আসবে তত দ্রুত আমাদের কাজ করতে সুবিধা হবে।— বলেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন তিনি।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, সুষ্ঠু নির্বাচন দেওয়া আমাদের জন্য প্রধান দায়িত্ব ও কর্তব্য। এখনো আমরা অফিসিয়ালি নির্বাচন সংস্কার কমিশনের রিপোর্ট পাইনি, পেলে আমরা বিচার বিশ্লেষণ করে জানাতে পারবো। দলগুলো ঐক্যমতে পৌঁছালে সংস্কার প্রতিবেদন বিশ্লেষণ করবে কমিশন। সংস্কার করতে গেলে বিধিবিধান, আইনকানুন বিভিন্ন জায়গায় হাত দিতে হয়। সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে তা দ্রুত বাস্তবায়ন হলে সুষ্ঠু ভোট করতে আরো একধাপ এগিয়ে যাবে কমিশন।’

মাছউদ আরও বলেন, রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐক্যমত্যে আসবে তত দ্রুত কাজ করা সহজ হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া ও সুষ্ঠু নির্বাচন কমিশনের কাছে আমানত। রাতের ভোট কল্পনা করতে পারি না। আমরা আত্মবিশ্বাসী সকলের সহযোগিতা পেলে সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো। নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করতে রাজনৈতিক দলগুলোরও সহযোগিতা দরকার।

গতানুগতিক পদ্ধতিতে কাজ করার কোনো সুযোগ নেই বলে জানিয়ে মাছউদ বলেন, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ।

You might also like

Leave A Reply

Your email address will not be published.