ঘিওরে নারীকে গলা কেটে হত্যা

মানিকগঞ্জের ঘিওরে ৬২ বছরের এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত লায়লা আরজু (৬২) ওই গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী। তিনি ক্যানসার আক্রান্ত ছিলেন বলে জানান তার স্বজনরা।

সেকেন্দার আলী পরিবার পরিকল্পনা বিভাগের ইউনিয়ন কার্যালয়ের অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট। তাদের দুই ছেলে-মেয়ে পরিবারসহ ঢাকায় থাকেন। গ্রামের দোতলা বাড়ির নিচতলা একটি বেসরকারি সংস্থাকে ভাড়া দেওয়া। সেকেন্দার ও লায়লা দোতলায় থাকতেন।

সেকেন্দার আলী জানান, স্ত্রীকে বাসায় রেখে তিনি সকাল ৭টার দিকে কাঁচাবাজার করতে বের হন। পৌনে ৮টার দিকে বাসায় ফিরে স্ত্রীর রক্তাক্ত গলাকাটা দেহ খাটের ওপর পড়ে থাকতে দেখেন তিনি।

ঘিওর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘দুর্বৃত্তরা সেকেন্দার আলীর স্ত্রীকে জবাই করে হত্যা করেছে। বাসার কাজের মেয়ে ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।’

You might also like

Leave A Reply

Your email address will not be published.