নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কমিশন অফিসের ডিজিটাল ডিসপ্লেতে ভেসে উঠেছে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’।শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলা চত্বর এলাকায় অবস্থিত উপজেলা নির্বাচন কমিশন অফিসের ডিসপ্লেতে লেখাটি ভেসে ওঠে। মুহূর্তেই খবরটি এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়। শুরু হয় আলোচনা, সমালোচনা।

স্থানীয়রা জানান, উপজেলা নির্বাচন কমিশন অফিসের সামনে ডিজিটাল সাইনবোর্ড ডিসপ্লেতে সন্ধ্যার পর ইংরেজিতে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ লেখা ভেসে ওঠে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে সবাই দেখতে সেখানে ছুটে যায়। তবে বিষয়টি নির্বাচন কমিশনের চাকরিরত নৈশপ্রহরী আলমগীর জানতে পারলে দ্রুত ডিসপ্লে বোর্ডটি বন্ধ করে দেয়। এ বিষয় নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নৈশপ্রহরী আলমগীর হোসেন বলেন, শনিবার সন্ধ্যার পর হঠাৎ ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ লেখাটি ভেসে ওঠে। ওই সময় এক পথচারী লেখাটি দেখতে পান। এরপরই দ্রুত ডিসপ্লে বোর্ডটি বন্ধ রাখা হয়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তাকে অবগত করা হয়।

এ ব্যাপারে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদি ইসলাম সাংবাদিকদের বলেন, ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবচ্ছ। তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.