দাবানলের জন্য ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের দোষলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়িয় পড়া ভয়াবহ দাবানলের জন্য ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের দোষছেন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে প্রেসিডেন্ট জো বাইডেন ও ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিননিউসমের প্রতি একহত নিয়েছেন তিনি। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ট্রাম্প।

গত মঙ্গলবার দাবানল শুরুর পর এখন পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনতে পারেনি লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ। এ অবস্থায় ট্রাম্প ডেমোক্র্যাটদের দোষারোপ করেছেন। তাঁদের মধ্যে গভর্নর গ্যাভিন নিউসমের বিরুদ্ধে তুলেছেন নানা ধরনের ব্যর্থতার অভিযোগ। এসব অভিযোগের একটি, নিউসম পানির অপচয় করছেন।

ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে বৃহস্পতিবার বলেন, গ্যাভিন নিউজকামের পদত্যাগ করা উচিত। সব তাঁর ব্যর্থতা! তিনি বলেন, লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ আগুন এটাই বলছে, ২০ জানুয়ারির জন্য আর অপেক্ষার সময় নেই।

প্রসঙ্গত, ২০ জানুয়ারি ডেমো্ক্র্যাট জো বাইডেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণ করবেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প তার লেখায় বাইডেনকে দোষারোপ করে বলেন, এটিকে বাইডেন–নিউজকাম জুটির চরম অক্ষমতা ও অব্যবস্থাপনার প্রতীক হিসেবে প্রকাশ পেতে দিন।

প্রেসিডেনশিয়াল মেয়াদের শেষ পর্যায়ে ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান গুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে গতকাল বাইডেনের সাক্ষাৎ করতে যাওয়ার কথা ছিল। কিন্তু দাবানল পরিস্থিতি বিবেচনায় আগের দিনই এ সফর বাতিল করেন তিনি।

একই দিন হোয়াইট হাউসে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন বর্তমান প্র্রেসিডেন্ট বাইডেন। এ সময় ট্রাম্পকে পাল্টা আক্রমণ করে তিনি বলেন, এ দাবানল নিয়ে লোকজনের রাজনীতি করা উচিত নয়।

ট্রাম্পের বক্তব্যে ক্ষুব্ধ বাইডেন বলেন, আমি খুব স্বল্পসময়ের মধ্যে অফিস ছাড়ছি। কিন্তু এটি (দাবানল) রাজনীতির বিষয় নয়। এটি মানুষের মধ্যে এ নিরাপত্তার অনুভূতি এনে দেওয়ার বিষয় যে আমরা এটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব।

ট্রাম্পের অভিযোগ, গভর্নর নিউসম তুষার গলে স্বাভাবিক পানিপ্রবাহ তৈরিতে বাধা সৃষ্টি করছেন। এতে দাবানল নিয়ন্ত্রণে যথেষ্ট পানি পাওয়া যাচ্ছে না।

You might also like

Leave A Reply

Your email address will not be published.