বিধ্বংসী দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস

বিধ্বংসী দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। এই অঙ্গরাজ্যটির বিলাসবহুল প্যাসিফিক প্যালিসেডস এলাকায় এ দাবানলের ফলে বহু বাড়ি ধ্বংস হয়েছে এবং ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঘন ধোঁয়ার মেঘ গোটা মেট্রোপলিটন এলাকাকে ঢেকে ফেলেছে। এ ঘটনায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

বুধবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

বিবিসি জানিয়েছে, প্রথমে ২০ একর এলাকায় দাবানল দেখা দিলেও কয়েক ঘণ্টার ব্যবধানে তা ১২০০ একর এলাকায় ছড়িয়ে পড়ে। প্রাণহানি এড়াতে আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

এই দাবানলের ফলে গোটা লস অ্যাঞ্জেলেস এখন চরম আতঙ্কের মধ্যে রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এবং দমকল বাহিনী পরিস্থিতি সামলাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দাবানলের কারণে প্রেসিডেন্ট জো বাইডেনের এয়ার ফোর্স ওয়ানের ফ্লাইট বাতিল করতে হয়েছে। তিনি কোচেল্লা ভ্যালির একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা করলেও তা স্থগিত করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সান্তা মনিকা এবং মালিবুর মধ্যবর্তী প্যাসিফিক প্যালিসেডস এলাকায় ২,৯২১ একর জমি (১,১৮২ হেক্টর) দাবানলে পুড়ে গেছে। দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়ার পর প্রচণ্ড বাতাস দাবানলের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।

টপাঙ্গা ক্যানিয়নের পাহাড়ি এলাকা থেকে দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে প্রশান্ত মহাসাগরের দিকে। বেশ কয়েকটি বাড়ি আগুনে পুড়ে গেছে এবং অনেক বাসিন্দা তাদের গাড়ি ফেলে পায়ে হেঁটে নিরাপদ স্থানে পালাতে বাধ্য হয়েছেন।

লস অ্যাঞ্জেলেস ফায়ার চিফ ক্রিস্টিন ক্রাউলি জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো আহত হওয়ার খবর নেই, যা আমাদের জন্য আশার কথা। তবে ১০ হাজার বাড়ি এবং ২৫ হাজার মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে।

স্থানীয় বাসিন্দা সিন্ডি ফেস্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, আগুন এতটাই কাছে চলে এসেছিল যে মনে হচ্ছিল গাড়িগুলো মুহূর্তেই পুড়ে যাবে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.