৩৪ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবেগিাজায় জিম্মি করে রাখা দেশটির ৩৪ জন নাগরিককে মুক্তি দিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। হামাসের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং এএফপি। সোমবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম তাস।

হামাস বলেছে, তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে ৩৪ জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত। ফিলিস্তিনের এই গোষ্ঠীটি গাজা উপত্যকা শাসন করে এবং বন্দি বিনিময় চুক্তির প্রথম পর্যায়ের অংশ হিসাবে জিম্মিদের মুক্তির অনুমোদন দিয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানিয়েছে।

প্রাথমিক এই বন্দিবিনিময় প্রক্রিয়ার মধ্যে গাজায় আটক থাকা সব নারী, শিশু, বয়স্ক মানুষ এবং অসুস্থ বন্দিদের অন্তর্ভুক্ত করা হবে বলেও এএফপিকে ওই কর্মকর্তা জানিয়েছেন।

অন্যদিকে রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস কর্মকর্তার বরাত দিয়ে বলেছে, যুদ্ধবিরতি চুক্তি নির্ভর করবে ইসরায়েলের স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার এবং গাজা থেকে তাদের সেনাবাহিনীর প্রত্যাহারের ওপর।

অবশ্য রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, হামাস এখনো সম্ভাব্য মুক্তির জন্য বন্দিদের তালিকা দেয়নি।

রয়টার্স বলছে, কাতারে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর আলোচনা চলাকালীন এই প্রতিবেদনগুলো সামনে এসেছে।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এই আলোচনায় মধ্যস্থতা করছে এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার আগে চলমান এই আলোচনায় শেষ মুহূর্তের অগ্রগতির আশা করছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.