৬ জানুয়ারি: ইতিহাসের এই দিনে

বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। আজ ৬ জানুয়ারি ২০২৫, সোমবার। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ইতিহাস:

১৮৩৮- হাতেকলমে টেলিগ্রাফের কার্যকারিতা প্রদর্শন করেন স্যামুয়েল মোর্স।

১৯৫০ – ব্রিটেন কমিউনিস্ট চীনকে স্বীকৃতি দেয়।

১৯৭২ – মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাইরাস ভ্যান্স হাঙ্গেরীয় হাজার বছরের প্রতীক সেন্ট স্টিফেনের মুকুট হাঙ্গেরিকে ফিরিয়ে দেয়।

১৯৯৬ – যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিসহ পূর্ব উপকূলে মারাত্মক তুষার ঝড়ে ১৫৪ জন নিহত হন।

২০২০ – আমেরিকার কংগ্রেসের ক্যাপিটল বিল্ডিংয়ে (মার্কিন পার্লামেন্ট) ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা হামলা চালায়।

জন্ম:

১৩৬৭ – ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ড।

১৩৮৪ – এডমুন্ড হল্যান্ড, ইংরেজ সাহিত্যিক।

১৪১২ – জোন অব আর্ক, পরাধীন ফ্রান্সের মুক্তিদাত্রী বীরকন্যা।

১৭০৬ – বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, মার্কিন লেখক, রাজনীতিবিদ, সাংবাদিক ও কূটনীতিবিদ।

১৮৫১ – অম্বিকাচরণ মজুমদার, বাঙালি রাজনীতিবিদ, আইনজীবী, সমাজসেবী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন।

১৯১৩ – লরেট্টা ইয়াং, মার্কিন অভিনেত্রী।

১৯৩১ – গ্রেইম হোল, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৩৬ – বশীর আল-হেলাল, বাংলাদেশি লেখক, কথাসাহিত্যিক এবং ঔপন্যাসিক।

১৯৪৩ – সাবেক যোগাযোগ ও তথ্যমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা।

১৯৫৪ – অ্যান্টনি মিনজেলা, ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক, নাট্যকার ও চিত্রনাট্যকার।

১৯৫৫ – রোয়ান অ্যাটকিনসন, ব্রিটিশ লেখক, অভিনেতা এবং কৌতুকাভিনেতা।

১৯৫৯ – কপিল দেব, ভারতীয় ক্রিকেটের অন্যতম অলরাউন্ডার।

১৯৬৭ – এ. আর. রহমান, জনপ্রিয় তামিল সংগীত পরিচালক।

১৯৭৩ – রুদ্রনীল ঘোষ, ভারতীয় বাঙালি অভিনেতা।

১৯৮২ – এডি রেডমেইন, ইংরেজ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা।

১৯৮৬ – ইরিনা শায়ক, রুশ মডেল এবং অভিনেত্রী।

মৃত্যু:

১৮৫২ – লুই ব্রেইল, অন্ধদের শিক্ষা পদ্ধতির প্রবর্তক।

১৮৮৪ – গ্রেগর ইয়োহান মেন্ডেল, অস্ট্রীয় ধর্মযাজক ও বংশগতির প্রবক্তা।

১৯১৮ – গেয়র্গ কান্টর, জার্মান গণিতবিদ ও দার্শনিক।

১৯১৯ – থিওডোর রুজ্‌ভেল্ট, যুক্তরাষ্ট্রের ২৬তম প্রেসিডেন্ট।

১৯৭১ – প্রতুল চন্দ্র সরকার পি সি সরকার নামে সুপরিচিত ভারতের প্রখ্যাত জাদুকর।

১৯৮০ – দিলীপকুমার রায়, বাঙালি সংগীতজ্ঞ, সংগীতালোচক, গীতরচয়িতা, সুরকার ও গায়ক।

১৯৮৯ – সৎবন্ত সিংহ, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির দেহরক্ষী, হত্যাকারী।

২০০৪ – সুমিতা দেবী, বাংলাদেশের প্রথিতযশা চলচ্চিত্র শিল্পী।

You might also like

Leave A Reply

Your email address will not be published.