এবার পঞ্চম কন্যাসন্তানের বাবা শাহিদ আফ্রিদি

ফের বাবা হলেন ‘বুম বুম’ খ্যাত মারকুটে ব্যাটসম্যান শাহিদ আফ্রিদি। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের আগে চার কন্যা ছিল। এবার সোশ্যাল মিডিয়ায় পঞ্চম কন্যার জন্মের কথা জানিয়েছেন তিনি।

সদ্যোজাত কন্যাকে কোলে নিয়ে নিজের ছবি পোস্ট করেছেন আফ্রিদি। লিখেছেন, “উপরওয়ালার আশীর্বাদ ও দয়া বর্ষিত হয়েছে আমার উপর। আগেই আমি চার অসাধারণ কন্যার বাবা ছিলাম। এবার পঞ্চম বারের মতো কন্যার বাবা হলাম। শুভানুধ্যায়ীদের সঙ্গে এই খবর ভাগ করে নিচ্ছি।”

আফ্রিদির স্ত্রীর নাম নাদিয়া আফ্রিদি। তাদের আগের চার কন্যার নাম হল আকসা, আনশা, আজওয়া ও আসমারা।

ক্রিকেট ক্যারিয়ারে ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে ও ৯৯ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন আফ্রিদি। এই তিন ফরম্যাটে যথাক্রমে ১৭১৬, ৮০৬৪ ও ১৪১৬ রান করেছেন। আর নিয়েছেন যথাক্রমে ৪৮, ৩৯৫ ও ৯৮ উইকেট। দীর্ঘদিন নেতৃত্বও দিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলকে।

You might also like

Comments are closed.