ব্লাড ক্যান্সার: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আসাদের স্ত্রী!

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আসাদ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। ব্লাড ক্যান্সার বা লিউকোমিয়ার কারণে বর্তমানে তার বেঁচে থাকার সম্ভাবনা ৫০ শতাংশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

এতে বলা হয়েছে, ২০১৯ সালে আসমা স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। দীর্ঘ একবছর চিকিৎসা শেষে তিনি সুস্থ হন। কিন্তু চলতি বছরের মে মাসে তিনি আক্রান্ত হন লিউকোমিয়ায়। রাশিয়ায় চিকিৎসা শেষে সুস্থ হলেও শরীরে আবারও ক্যানসার ফিরে এসেছে।

নাম প্রকাশ না করার শর্তে টেলিগ্রাফকে একটি সূত্র বলেছে, আসমা মারা যাচ্ছেন। অপর একটি সূত্র বলেছে, তার বেচে থাকার সম্ভাবনা মাত্র ৫০ শতাংশ। শারীরিক অবস্থা যেন আরও খারাপ না হয় সেজন্য তিনি আলাদা থাকছেন বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

গত ৮ ডিসেম্বর বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশ করার পর দেশ ছেড়ে পালান বাশার আল-আসাদ। তবে অসুস্থ থাকায় আসমা আগে থেকেই মস্কোতে অবস্থান করছিলেন।

                                                     হাসপাতালে স্ত্রীর পাশে বাশার আল-আসাদ। ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহেই গুঞ্জন উঠে বাশারকে ডিভোর্স দিয়ে নিজের জন্মস্থান যুক্তরাজ্যে চলে যাওয়ার পরিকল্পনা করছেন আসমা। তবে, পরবর্তীতে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, এই তথ্য গুজব। আর এখন জানা গেল আসমা গুরুতর অসুস্থ।

যুক্তরাজ্যে সিরীয় বাবা-মায়ের ঘরে ১৯৭৫ সালে জন্ম হয় আসমার। তিনি ২০০০ সালে বাশারকে বিয়ে করেন। হাফেজ, জেইন এবং করিম নামে তাদের তিন সন্তান রয়েছে।

You might also like

Comments are closed.