৫ সাংবাদিক ঘুমাচ্ছিলেন ভ্যানে, নিহত ইসরায়েলি হামলায়

স্ত্রী ও নবজাতকের জন্য হাসপাতালের সামনে অপেক্ষায় ছিলেন একজন

গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। হামলার সময় নিহত সাংবাদিকরা ভ্যানের ভেতর ঘুমাচ্ছিলেন। ভোরের দিকে তারা হামলার শিকার হন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

এই পাঁচ সাংবাদিক ফিলিস্তিনের আল–কুদস টুডে চ্যানেলে কাজ করতেন। তাদের জঙ্গি সদস্য বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। তাদের ব্রডকাস্ট ভ্যান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

স্পষ্ট করে ‘প্রেস’ লেখা থাকা সত্ত্বেও ফিলিস্তিনের আল-কুদস টুডে চ্যানেলের ওই সম্প্রচার গাড়িতে বোমাহামলা চালায় ইসরায়েল।

নিহতদের মধ্যে আয়মান আল–জাদির স্ত্রী আল–আওদা হাসপাতালে তাদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। তিনি স্ত্রী ও নবজাতকের জন্য হাসপাতালের সামনে অপেক্ষায় ছিলেন।

বিমান হামলার পর ভ্যানের আগুন নেভানো চেষ্টা। ছবি: সংগৃহীত

হামলার সময়ের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, পাঁচ সাংবাদিককে বহনকারী গাড়িটিতে আগুন জ্বলছে। সাদা রঙের গাড়িতে লাল হরফে বড় করে ‘প্রেস’ (গণমাধ্যম) লেখা।

ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের দাবি, ইসরায়েলি বিমান বাহিনী একটি ‘জঙ্গি সেল’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, নিহতরা ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদের সদস্য। কিন্তু এই দাবির স্বপক্ষে কোনো প্রমান দেয়নি ইসরায়েল।

You might also like

Comments are closed.