জাহাজে ৭ খুন, লাশ নিতে হাসপাতালে স্বজনরা
মেঘনা নদীতে সারবাহী কার্গো জাহাজে নিহত সাতজনের লাশ নিতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভিড় করেছেন স্বজনরা। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে তাদের মরদেহ হাসপাতালে আনা হয়। এ খোঁজ পেয়ে মঙ্গলবার(২৪ ডিসেম্বর) ভোর থেকে হাসপাতালে ভিড় করেন তারা।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের মেঘনা নদীতে আল বাখেরা জাহাজ থেকে পাঁচটি লাশ উদ্ধার করা হয়। এসময় গুরুতর আহত আরও তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- নড়াইলের লোহাগড়া উপজেলার লহরিয়া কালিগঞ্জের এগারনলি গ্রামের বাসিন্দা আবেদ মোল্লার ছেলে মো. সালাউদ্দিন (৪০)। একই উপজেলার ইটনা ইউনিয়নের পাংখার চর উত্তর গ্রামের মাহবুব রহমান মুন্সির ছেলে আমিনুর মুন্সি (৪১)। ফরিদপুর সদর উপজেলার ১১ নম্বর গেদ্দা ইউনিয়নের জুয়াইর গ্রামের বাসিন্দা মৃত আনিছুর রহমানের ছেলে মো. গোলাম কিবরিয়া (৬৫)। একই গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে শেখ সবুজ (২৭)। জাহাজের বাবুর্চি ফরিদপুরের বাসিন্দা মো. রানা।
আরও রয়েছেন, মাগুরার মোহাম্মদপুর উপজেলার মন্ডল গাতি পোস্ট অফিসের চর বসন্তপুর গ্রামের বাসিন্দা আনিছ মিয়ার ছেলে মো. মাজেদুল ইসলাম মজিব (১৮) এবং একই জেলার পলাশ বাড়িয়া গ্রামের বাসিন্দা দাউদ হোসেনের ছেলে মো. সজিবুল ইসলাম (২৯)। আর আহত একজনের নাম জুয়েল, যিনি ফরিদপুরের বাসিন্দা।
ডাকাতের কবলে পড়া জাহাজ এমভি আল-বাখেরা। ছবি: সংগৃহীত
সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। ওই জাহাজের লস্কর নিহত শেখ সবুজের ছোট ভাই এবং জাহাজের মাস্টার নিহত গোলাম কিবরিয়ার ভাগ্নে ফরিদপুরের সাদিকুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে মরদেহ নিতে এসে দেখি সবার মৃত্যু একই ধরনের আঘাতে হয়েছে। এতে আমরা মনে করছি এটি প্রফেশনাল কিলার দ্বারা পরিকল্পিত হত্যার ঘটনা। এজন্য প্রশাসনের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।
ওই জাহাজের ইঞ্জিনচালক নড়াইলের নিহত সালাউদ্দিন মোল্লার চাচাতো ভাই আরেক জাহাজের মাস্টার জাহাঙ্গীর আলম বলেন, আমরা সোমবার দুপুরে ফেসবুকের মাধ্যমে জানতে পারি আল বাকেরা জাহাজে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। এ খবর পেয়ে আমরা আজ মরদেহ নিতে এসেছি। আমরা চাই এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
তার অভিযোগ, এটা কোনো ডাকাতি ছিল না। কারণ দুর্বৃত্তরা হত্যার সময় কোনো কিছু নেয়নি। এটি একটি পরিকল্পিত ঘটনা।
মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। ছবি: সংগৃহীত
জাহাঙ্গীর আলম আরও বলেন, চাঁদপুরের এই নৌ রুটে ব্যাপক চাঁদাবাজি চলে। বিশেষ করে যেখানে এই ঘটনা ঘটেছে, সেই মাঝের চরে সবচেয়ে বেশি চাঁদাবাজি হয়। চাঁদা না দিলে মারধর করা হয়। বিষয়টি প্রশাসনও জানে, কিন্তু ব্যবস্থা নেয় না। এজন্য নিরুপায় হয়ে সবাই চাঁদা দিতে বাধ্য হয়। হয়তো সেই চাঁদাবাজরাই এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে।
ওই জাহাজটিতে নতুন চাকরি নেওয়া মাগুরার নিহত মাজেদুল ইসলামের বাবা আনিসুর রহমান হাসপাতালে সন্তানের মরদেহ দেখে চিৎকার করে মাটিতে গড়াগড়ি করছিলেন।
এসময় মাজেদুলের চাচা রহিদুল ইসলাম বলেন, আমরা শুনেছি এই ঘটনার পর সাতজনের মধ্যে তিনজন বিকেল পর্যন্ত বেঁচে ছিলেন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে দুপুরে গিয়েও তাদের হাসপাতালে আনে বিকেলে। সময়মত না আনার কারণে দুজন হাসপাতালে মারা যায়। এতে পুলিশের গাফিলতি ছিল।
চাঁদপুরের নৌপুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। জেলা প্রশাসন, জেলা পুলিশ ও নৌপুলিশ পৃথক তদন্ত অব্যাহত রেখেছে।