ইজতেমা মাঠে সংঘর্ষ: সাদপন্থি মুয়াজ রিমান্ডে

ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় সাদপন্থি মুয়াজ বিন নূরের (৪০) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন গাজীপুর চিফ মেট্রোপলিটন কোর্ট। রবিবার (২২ ডিসেম্বর) সকালে নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এজলাসে নেয়া হয়। আদালতে পুলিশের পক্ষ থেকে সাতদিনের রিমান্ড চাওয়া হয়।

পরে ম্যাজিস্ট্রেট কোর্টের অতিরিক্ত চিফ আলমগীর আল মামুন শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর ৪টার দিকে মুয়াজ বিন নূরকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। মোয়াজ বিন নুর উত্তরার ৭নং সেক্টরের বাসিন্দা। তার বাবার নাম মৃত নুর মোহাম্মদ।

এরও আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সাদপন্থি ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকশ’ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন আলমি শুরার সদস্য এস এম আলম হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মামলার প্রধান আসামি সৈয়দ ওয়াসিফুল ইসলাম তার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সারা দেশের সাদ অনুসারীদের ২০ থেকে ২৪ ডিসেম্বর টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠেই জোড় পালনের ঘোষণা দেন। এ উপলক্ষে হাজার হাজার সাদ অনুসারী মুসল্লি গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে ইজতেমা মাঠের চারপাশে জড়ো হন।

ওয়াসিফুল ইসলামের হুকুমে সেদিন (মঙ্গলবার) রাত সাড়ে ৩টার দিকে হাজার হাজার সাদ অনুসারীরা অস্ত্রশস্ত্র নিয়ে ইজতেমা মাঠে ঘুমন্ত সাধারণ মুসল্লিদের (জুবায়েরপন্থি) ওপর অতর্কিত হামলা চালান। এতে ৪ জন নিহত এবং শতাধিক আহত হন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.