সুপার ফোরের শুরুতেই হোঁচট খেল সুমাইয়ার দল

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বে দাপট দেখিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী দল। তবে সুপার ফোরের শুরুতেই হোঁচট খেল সুমাইয়া আক্তারের দল। শক্তিশালী ভারতের বিপক্ষে পাত্তাই পায়নি জুনিয়র টাইগ্রেসরা। হেরেছে বড় ব্যবধানে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী দল। আগে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮০ রান তুলতে সমর্থ হয়। এই মামুলি লক্ষ্য ৮ উইকেট ও ৪৭ বল হাতে রেখেই টপকে গেছে ভারত।

এই হারের ফাইনালে ওঠার স্বপ্নে বড় হোঁচট খেল বাংলাদেশ। সুপার ফোর থেকে সেরা দুই দল ফাইনালে জায়গা করে নেবে। বাংলাদেশের হাতে আর মাত্র একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচে জিতলেও নানা সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হবে জুনিয়র টাইগ্রেসদের।

বেয়েমাস ওভালে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের আঁটসাঁট বোলিংয়ে হাঁসফাঁস করেছে বাংলাদেশের ব্যাটাররা। সাবধানী শুরুতে দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া ও ইভা ২৭ রানের জুটি গড়লেও বল খেলেছেন ৩২টি।

শুক্লার এক ওভারেই ১৪ বলে ১০ ও ১৯ বলে ১৪ রান করে ছোঁয়া ও ইভা বিদায় নিলে নিয়মিত ব্যবধানে উইকেট হারানো শুরু হয় জুনিয়র টাইগ্রেসদের। রানের গতিও বাড়াতে পারেনি। দুই ওপেনার বাদে নয় ও দশ নম্বরে নামা নিশিতা আক্তার নিশি এবং হাবিবা পিঙ্কিই শুধু দুই অঙ্কের রান করতে পেরেছেন। নিশি ১৭ বলে ১০ এবং পিঙ্কই ৪ বলে ১১ রান করেন। পুরো ইনিংসে বাংলাদেশ মাত্র ৩টি চার ও ১টি ছক্কা মারতে পেরেছে।

 

ভারতের পক্ষে আয়ুশি শুক্লা ৪ ওভারে ৯ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন। ৪ ওভারে ৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেন সনম যাদব। শবনম শকিল এবং মিথিলা বিনোদ একটি করে উইকেট দখল করেন।

জবাবে ব্যাট করতে নেমে ১০ রানের মাথায় কমলিনীর উইকেট হারায় ভারত। রানের খাতা খোলার আগেই আনিসা আক্তারের শিকারে পরিণত হন তিনি। ২২ রানের মাথায় সানিকা চককেও (১) ফেরান তিনি।

তবে জয় পেতে ভারতকে বেগ পেতে হয়নি। ওপেনার তৃষা গঙ্গাডি ঝড় তোলেন। ৪৫ বলে ১০ চারে ৫৮ রান করে অপরাজিত থাকেন তিনি। তাকে সঙ্গ দিয়ে ১৫ বলে ১ চার ও ২ ছয়ে ২২ রানে অপরাজিত থাকেন অধিনায়ক নিকি প্রাসাদ।

You might also like

Comments are closed.