ফের মার্কিন নিষেধাজ্ঞার কবলে পাকিস্তান

পারমাণবিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সম্পর্কিত নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থাও রয়েছে, যেটি এই কর্মসূচির তত্ত্বাবধান করে। স্থানীয় সময় বুধবার (১৮ ডিসেম্বর) এমন পদক্ষেপের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, একটি নির্বাহী আদেশের অধীনে ‘গণবিধ্বংসী অস্ত্র এবং সেগুলো সরবরাহের উপায়গুলোকে লক্ষ্য করে’ পাকিস্তানের জাতীয় উন্নয়ন কমপ্লেক্স এবং তিনটি সংস্থার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এই নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে থাকা সংশ্লিষ্ট সংস্থার যেকোনো সম্পত্তি জব্দ হবে এবং আমেরিকানদের সঙ্গে তারা ব্যবসাও করতে পারবে না।

এদিকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার দিকে ইঙ্গিত করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ ‘দুর্ভাগ্যজনক ও পক্ষপাতদুষ্ট’ এবং ‘সামরিক অসামঞ্জস্যতা জোরদার করার লক্ষ্যে’ আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষতি করবে।

স্টেট ডিপার্টমেন্টের একটি ফ্যাক্টশিটে বলা হয়েছে, দূরপাল্লার ব্যালিস্টিক-মিসাইল প্রোগ্রাম এবং ক্ষেপণাস্ত্র-পরীক্ষার সরঞ্জামের জন্য উপাদানগুলো পেতে চেয়েছে ইসলামাবাদ-ভিত্তিক এনডিসি।

এতে বলা হয়েছে, এনডিসি ‘পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নয়নের জন্য দায়ী’, যার মধ্যে শাহীন সিরিজের ক্ষেপণাস্ত্র রয়েছে।

পরমাণু বিজ্ঞানীদের গবেষণা সংস্থার বুলেটিন বলছে, শাহীন সিরিজের ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম।

You might also like

Leave A Reply

Your email address will not be published.