দেশে কাজ করতে চাইলে অগ্রাধিকার পাবেন প্রবাসের দক্ষরাও : আসিফ মাহমুদ

যারা প্রবাসে পড়ালেখা করেছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে দক্ষ হয়েছেন তারা দেশে ফিরতে চাইলে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে তাদের নিয়োগ দিতে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রবাসী দিবস-২০২৪ অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, প্রবাসী মন্ত্রণালয় মিলে আমরা একটি এমপ্লয়মেন্ট প্লাটফর্ম করছি। যাতে আমরা রিভার্স ব্রেইন ড্রেনের যে আইডিয়াটা, এটাকে ইন্টিগ্রেটেট করব। সেখানে আমাদের প্রবাসীরা যারা দেশে ফিরে এসে কাজ করতে চান এবং বিভিন্ন দেশে পড়াশোনা করছেন তাদের সিভিগুলো থাকবে। আমরা আহবান করব, বাংলাদেশের বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান বিভিন্ন কাজের জন্য দেশের বাইরে থেকে অনেককে দক্ষ এক্সপার্টদের নিয়ে আসেন।

বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, যারা অন্য দেশে পড়ালেখা করেছেন এবং অন্যদের তুলনায় কোনো অংশে কম নয়, আপনারা তাদের হায়ার করবেন। সরকারের বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রেও আমরা তাদেরকে হায়ার করতে প্রাধান্য দেব।

প্রবাসীদের ভোটাধিকার নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য একটা সুস্পষ্ট রূপরেখা চাই। নির্বাচন কমিশনের কাছে এটা আমাদের দাবি। আমরা চাই প্রবাসীরা যেন ভোটাধিকার পাক। এইজন্য সরকার কাজ করবে। আমরা চাই যারা দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছেন পরিবার-পরিজন থেকে দূরে থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারা যেন দেশ গঠনে, সরকার গঠনে মতামত দেয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আর সেটা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে হবে। এটা নিশ্চিত করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে এবং সেই আহবানটা আমার থাকবে।

উপদেষ্টা আরও বলেন, বিভিন্ন দেশের মিশনেও আওয়ামী স্বৈরাচাররা প্রবাসীদের সঠিক সেবা দেয়নি। ফ্যাসিবাদের দোসররা আন্দোলনের সময় প্রবাসীদের হেনস্তা করেছে। আমাদের মিশনগুলোতে প্রবাসীরা পাসপোর্টের জটিলতা প্রায়ই ভোগেন। আমি বেশ কয়েকবার অভিযোগ পেয়েছি। প্রবাসীদের এসব সেবার বিলম্ব যেন না ঘটে আমি আহবান জানাই।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যারা জেল জুলুম না ভেবে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে আন্দোলন করছে, তাদের প্রতি আমার শ্রদ্ধা। দেশে যখন নেট বন্ধ, আমরা কেউই আন্দোলন করতে পারছি না। এদিক দিয়ে নারকীয় হত্যাযজ্ঞ চলছে, সেখানে আমাদের প্রবাসী ভাইয়েরা আন্দোলন করে আন্তর্জাতিক মহলে তারা দেশের পরিস্থিতি তুলে ধরেছে।

অনুষ্ঠানে আরও ছিলেন আইন উপদেষ্টা ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ মন্ত্রণালয়ের সব কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন বেসরকারি ব্যাংকের প্রতিনিধি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.