বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, যানজট

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ

এক মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এতে অন্তত পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ আছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে শতাধিক শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরায় বিক্ষোভ শুরু করেন।

গাজীপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক আল মামুন জানান, সকাল ৯টা ১০ মিনিটে থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। বকেয়া বেতন পরিশোধের ব্যাপারে মালিকপক্ষের সঙ্গে কয়েকবার আলোচনা করেছি। কিন্তু, মালিকপক্ষ বেতন পরিশোধ করতে পারেনি। তাই শ্রমিকরা আজ বিক্ষোভ করছেন।

পুলিশ সুপার আরও বলেন, শিল্প পুলিশের টিম ঘটনাস্থলে আছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

শ্রমিকরা জানান, বকেয়া বেতন পরিশোধ করা হলে তারা সড়ক থেকে অবরোধ তুলে নেবেন। বেতন না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.