টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন টিম সাউদি

হ্যামিল্টনে ইংলিশদের বিপক্ষে জিতেই বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন নিউজিল্যান্ড পেসার টিম সাউদি। তার ১৭ বছরের ক্যারিয়ারে আছে নানা অর্জন।

অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন আগেই। নিউজিল্যান্ড পেসার টিম সাউদি ঘরের মাঠ হ্যামিল্টনেই শেষ টেস্ট খেলেই বিদায় জানালেন ক্রিকেটের ক্লাসিক ফরম্যাটকে।

২০০৮ সালে নেপিয়ারে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল টিম সাউদির। ১০৭ টেস্টে নিয়েছেন ৩৯১ উইকেট। শেষ ইনিংসে সুযোগ থাকছে সংখ্যাটাকে আরেকটু বাড়ানোর। ৪৩১ উইকেট নিয়ে তার আগে আছেন শুধু কিংবদন্তী রিচার্ড হ্যাডলি।

ইংলিশদের বিপক্ষে শুরু হয়েছিল তার টেস্ট ক্যারিয়ার- সেই দলের বিপক্ষেই খেললেন শেষ টেস্ট। দেশের প্রতিনিধিত্ব করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন কিউই পেসার।

দেশকে ১৪ টেস্ট নেতৃত্ব দিয়েছেন সাউদি। জিতেছেন ছয় ম্যাচ। হার ছয় ম্যাচে। ড্র হয়েছে দুটি। তিন ঘরানার ক্রিকেটেই দেশের হয়ে পারফর্ম করেছেন তিনি। জিতেছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপও। ওয়ানডে ক্রিকেটে ১৬১ ম্যাচে নিয়েছেন ২২১ উইকেট। আর টি-২০তে ১২৫ ম্যাচে নিয়েছেন ১৬৪ উইকেট।

ক্যারিয়ারের শেষ টেস্টে প্রথম ইনিংসে ১০ বলে ২৩ রানের ঝড়ো ইনিংসে মারেন ৩ ছক্কা। টেস্টে ছক্কা মারার রেকর্ডে ৪ নম্বরে এই পেসারের নাম। সর্বমোট ৯৮ ছক্কা মেরে গেইলের রেকর্ডে ভাগ বসিয়েছেন এই কিউই পেসার।

পুরো টেস্ট ক্যারিয়ারে ১০ উইকেট নিয়েছেন ১বার, ৫ উইকেট নিয়েছেন ১৫বার, ৪ উইকেট ১৯ বার। ক্যারিয়ার সেরা ৬৪ রানে ৭ উইকেট । ফাস্ট ক্লাস ও লিস্ট এ ক্যারিয়ারেও আছে প্রায় ৭৯৭ উইকেট।

৩৬ বছর বয়সী পেসারের সুযোগ ছিলো নিজের ক্যারিয়ারকে আরও প্রলম্বিত করার। কিন্তু সরে দাঁড়ানোর জন্য আদর্শ সময় মানছেন বর্তমানকেই।

১৭ বছরে তার সব বোলিং পরিসংখ্যান আর বলের দুই পাশে সুইং করানোর সক্ষমতা তার বোলিং সামর্থ্যের বহিঃপ্রকাশ। তাইতো বিদায়ী টেস্টে বেন স্টোকস ও ইংলিশদের গার্ড অফ অনারে সিক্ত টিম সাউদী। বিদায়ী টেস্টে ক্রিকেট বোর্ড থেকেও পেলেন অন্যরকম এক সম্মান মাঠের এক প্রান্তের নাম ও হয়ে গেলো ‘টিম সাউদি এন্ড’।

You might also like

Leave A Reply

Your email address will not be published.