বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ!

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ তথা যুব বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে সর্বোচ্চ সংখ্যক চারটি শিরোপা জয়ী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো ইতিহাসে নাম লেখালো বাংলাদেশের যুবারা।

বাংলাদেশ সময় দুপুর ২টায় দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ফাইনাল ম্যাচটি শুরু হয়।

ভারতের দেয়া ১৭৮ রানের টার্গেটে দুর্দান্ত খেলে বাংলাদেশ ৪২.১ ওভারে ৩ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

আত্মবিশ্বাসী সূচনা করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। আর শেষে অধিনায়ক আকবর আলীর দায়িত্বশীল ব্যাটে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

বৃষ্টি আইনে ৩০ বলে বাংলাদেশের টার্গেট দাড়ায় ৭ রান। সুশান্তের করা ৪৬তম ওভারে চার মেরে জয় ছিনিয়ে আনেন রাকিবুল। ৪৩ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক আকবর আলী। ওপেনার ইমন ৪৭ রান করে সাজঘরে ফেরেন।

এর আগে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭৭ রানে গুটিয়ে যায় চার বারের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ ৮৮ রান করেন যশস্বি জসওয়াল। বাংলাদেশের অভিষেক দাস তিনটি শরিফুল, রকিবুল দুটি করে উইকেট লাভ করেন।

The Bangladesh cricket team pose for a group photograph after winning the ICC Under-19 World Cup cricket finals between India and Bangladesh at the Senwes Park, in Potchefstroom, on February 9, 2020. (Photo by MICHELE SPATARI / AFP)

জয়ের পর ধারাভাষ্যকারের অনুমতি নিয়ে বাংলাদেশি দর্শকদের উদ্দেশে বাংলা ভাষায় বক্তব্য দেন ম্যান অব দ্য ফাইনাল এবং অধিনায়ক আকবর আলী, “আমি দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আপনারা সবাই দ্বাদশ খেলোয়াড় হিসেবে আমাদের সঙ্গে ছিলেন।“

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ৪৭.২ ওভারে ১৭৭/১০ (জসওয়াল ৮৮, তিলক ভার্মা ৩৮, ধ্রুব জুরেল ২২; অভিষেক ৩/৪০, তানজিদ হাসান সাকিব ২/২৮, শরিফুল হাসান ২/৩১)।

বাংলাদেশ: ৪২.১ ওভারে ১৭০/৭(পারভেজ হোসেনইমন ৪৭, আকবর আলী৪৩*, তানজিদ হাসান তামিম১৭; রবি বিষ্ণু ৪/৩০)।

ফল: বৃষ্টি আইনে বাংলাদেশ ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ফাইনাল আকবর আলী।

You might also like

Leave A Reply

Your email address will not be published.