বিজয় দিবসে নৌবাহিনীর ৭ জাহাজ ঘুরে দেখার সুযোগ

মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সারা দেশে ৭টি স্থানে বাংলাদেশ নৌবাহিনীর ৭টি জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে।  স্থানগুলো হচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল ও পটুয়াখালী।

রবিবার (১৫ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিজয় দিবস উপলক্ষে সোমবার ঢাকা সদরঘাটে বানৌজা কুশিয়ারা, নারায়ণগঞ্জ পাগলা নেভাল জেটিতে বানৌজা সুমরা ও চট্টগ্রাম নেভাল জেটি নিউমুরিংয়ে বানৌজা সমুদ্র অভিযান সকলের জন্য উন্মুক্ত রাখা হবে।

এছাড়া খুলনা বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল ঘাটে বানৌজা পদ্মা, মোংলা দিগরাজ নেভাল বার্থে বানৌজা তুরাগ, বরিশাল বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা মহিবুল্লাহ ও পটুয়াখালীর পায়রা বন্দরে (সার্ভিস জেটি) বানৌজা অপরাজেয় সকলের জন্য উন্মুক্ত রাখা হবে।

নৌ বাহিনীর জাহাজগুলো সর্বসাধারণের জন্য ১৬ ডিসেম্বর দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর।

You might also like

Leave A Reply

Your email address will not be published.