ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে ছুটির দিনে

স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে  ঢাকিা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার(১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বিকাল ৩টা থেকে রাত ১০টা এবং অফিস চলাকালীন দিনগুলোতে বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রবেশপথগুলোতে (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিকসহ অন্যান্য সরকারি গাড়ি) ব্যতীত অন্য কোনো যানবাহন ক্যাম্পাসের ভেতর প্রবেশ করতে পারবে না।’

                                                             ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস:ফাইল ছবি

 

এর আগে শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল থেকে ক্যাম্পাসে যান চলাচল সীমিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ বলেন, আমাদের দীর্ঘদিনের সংগ্রাম ছিল ক্যাম্পাস বহিরাগত মুক্ত করার। তার কিছুটা ফল আমরা দেখতে পারছি। মোটামুটি সব জায়গায় শৃঙ্খলা দেখলেও অনেক জায়গায় বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। আমরা যেভাবে চেয়েছিলাম তার পুরোপুরি হয়তো আমরা দেখতে পারছি না। আমরা কিছুটা নিয়ন্ত্রণ দেখতে পারছি এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।

মুসাদ্দিক আলী  আরও বলেন, আশা করি প্রশাসন এক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিবে। এছাড়াও রাস্তায় যেসব জায়গায় ব্লক করা হয়েছে সেসব জায়গায় একদিকে খালি দেখতে পারলেও অন্যদিকে গাড়ির গ্যাদারিং লেগে যাচ্ছে। আমার মনে হয় এ ক্ষেত্রে একটা সুষ্ঠু ব্যবস্থাপনা দ্রুত গ্রহণ করা উচিত।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, ক্যাম্পাসের পরিবেশ ঠিক রাখার জন্য শিক্ষার্থীদের চাওয়ার পরিপ্রেক্ষিতেই ছুটির দিনে ক্যাম্পাসে চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত হয়েছে। যত দিন সম্ভব, এই সিদ্ধান্ত কার্যকর রাখার চেষ্টা করা হবে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.