ট্রাম্পের অভিষেক তহবিলে ১০ লাখ ডলার দিয়েছে মেটা
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের তহবিলে ১০ লাখ ডলার অনুদান দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি কোম্পানিটি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ অনুদানের তথ্য নিশ্চিত করেছে।
প্রায় সপ্তাহ দুয়েক আগেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মার-এ-লাগোতে গিয়ে ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ।
ট্রাম্পের সঙ্গে জাকারবার্গের সেই এই সাক্ষাতের পর নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের অভিষেক তহবিলে মেটার অনুদানের খবর সামনে এল।
গত ৫ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প জয়ী হন। আগামী ২০ জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন ট্রাম্প।
ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর তার প্রশাসনে অধিক সক্রিয় ভূমিকা রাখার ব্যাপারে আগ্রহী জাকারবার্গ। প্রযুক্তিনীতি গঠনের ক্ষেত্রে তিনি ভূমিকা রাখতে চান। ট্রাম্পের ব্যাপারে প্রায় চার বছর আগে জাকারবার্গের যে অবস্থান ছিল, তাতে এখন একটা বড় পরিবর্তন দেখা যাচ্ছে।