আসাদের বাবার সমাধি ধ্বংস করল সিরিয়ার বিদ্রোহীরা

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবা হাফেজ আল-আসাদের সমাধি ধ্বংস করেছে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা। সিরিয়ার কারদাহা শহরে এই ঘটনা ঘটেছে। তার সমাধিস্থল ধ্বংস করে দেওয়া হচ্ছে, এমন কিছু ভিডিও বিবিসি যাচাই করে দেখেছে যে সশস্ত্র কিছু মানুষ কবরস্থান প্রাঙ্গনে উল্লাস করছে এবং সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। আল-আসাদ পরিবারের করবরস্থানটি সিরিয়ার উত্তর-পশ্চিম দিকের লাতাকিয়া শহরে।

সিরিয়ার ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর নেতৃত্বে বিদ্রোহীরা দেশজুড়ে এই অভিযান চালাচ্ছে, যা সিরিয়ায় ৫৪ বছরের আসাদ পরিবারের শাসনের সমাপ্তি ঘটিয়েছে।

বাশার আল-আসাদ এবং তার পরিবারের সদস্যরা বর্তমানে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন।

আল-আসাদ পরিবারের শাসন আমলের অবসান ঘটায় সিরিয়ার বিভিন্ন স্থানে হাফেজ আল-আসাদ ও বাশার আল-আসাদের মূর্তি ভেঙে পতন উদযাপন করছে দেশটির জনগণ।

২০১১ সালে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ একটি শান্তিপূর্ণভাবে চলা গণতন্ত্রপন্থী বিদ্রোহকে নির্মমভাবে দমন করেছিলেন। সেই ঘটনা দেশটিকে গৃহযুদ্ধের দিকে দিকে নিয়ে যায়, যাতে প্রায় পাঁচ লাখ মানুষ নিহত হন এবং ১২ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়।

তার বাবা হাফেজ আল-আসাদ ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত কঠোরভাবে সিরিয়া শাসন করেন। তার মৃত্যুর পর রাষ্ট্র পরিচালনার ক্ষমতা তার পুত্র বাশার আল-আসাদের হাতে যায়।

হাফেজ আল-আসাদের আলউইটস সম্প্রদায়ের একটি পরিবারে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন। ধর্মের দিক থেকে তারা ছিলেন মুসলিম, কিন্তু তা শিয়া সম্প্রদায়ের। শিয়ারা সিরিয়াতে সংখ্যালঘু।

 সিরিয়ার উত্তর-পশ্চিম দিকের লাতাকিয়া শহরেহাফেজ আল-আসাদের সমাধিস্থল ধ্বংসের পর বিদ্রোহীদের উল্লাস

শতকরা হিসাবে সিরিয়ার প্রায় ১০ শতাংশ মানুষ আলউইটস সম্প্রদায়ের। এদের অনেকেই আসাদ পরিবারের শক্তিশালী সমর্থক ছিল। তবে তাদের অনেকেই এখন শঙ্কায় আছে যে বিদ্রোহীরা তাদের ওপর যে কোনও সময় প্রতিশোধ নেওয়ার জন্য আক্রমণ করতে পারে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.