ব্যর্থতা কাটিয়ে দ্বিতীয় ম্যাচেই জবাব দিলেন তামিম

উদ্বোধনী দিনে চট্টগ্রামের হয়ে নেমে সুবিধা করতে পারেননি। উল্টো তার ফিটনেস নিয়ে ব্যঙ্গবিদ্রূপ করেছে অনেকেই। তবে দ্বিতীয় দিনে জবাবটা ব্যাট হাতে নিয়েই দিলেন জাতীয় দলের বাইরে থাকা সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল । জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে অর্ধশতক ঝড়ো হাঁকিয়ে বিপিএলের আগে বার্তা দিয়ে রাখলেন তামিম। চার-ছক্কার পসরা সাজিয়ে প্রায় দুইশ স্ট্রাইক রেটে ফিফটি করলেন তিনি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় দিনে ফের মাঠে নেমেছে দলগুলো। এদিন সিলেট বিভাগের প্রতিপক্ষ চট্টগ্রাম। সিলেটের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামা চট্টগ্রামকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দিয়েছেন ওপেনার তামিম ইকবাল। তার অর্ধশতকে ভর করে ১৫ ওভারে নেমে আসা ম্যাচে ৯ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম।

খারাপ আবহাওয়ার কারণে সিলেট একাডেমি মাঠে দেরিতে গড়িয়েছে খেলা। ফলে ম্যাচের দৈর্ঘ কমে এসেছে ১৫ ওভারে। তামিম ইকবালের তাতে থোড়াই কেয়ার। দীর্ঘদিন পর মাঠে ফিরে প্রথম দিনে কিছুটা জড়তা থাকলেও আজ তামিম ব্যাট করেছে স্বাচ্ছন্দে। বোলারদের ওপর চড়াও হয়ে স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়েছেন এই বাঁহাতি।

চট্টগ্রামের ইনিংসের হাইলাইটস বলতেই আসলে তামিমের ব্যাটিংই। বাকিদের মধ্যে তামিমের সঙ্গে ওপেন করতে নামা মাহমুদুল হাসান জয় ১৭ বলে ৩ চার ও ২ ছয়ে ২৯ রান করেহেন। উইকেটকিপার সাব্বির হোসেন করেছেন ১২ বলে ১৫ রান। এছাড়া আর কেউই দুই অঙ্কের রানের দেখা পাননি।

তামিম-জয়ের ব্যাটে উড়ন্ত সূচনা পায় চট্টগ্রাম। মাত্র ৬.৫ ওভারেই ৮০ রান তুলে ফেলে তারা। জয়ের বিদায়ের পরও থামেননি তামিম। সিলেটের বোলারদের কচুকাটা করে আসরে নিজের প্রথম অর্ধশতক তুলে নেন। একাদশ ওভারের দ্বিতীয় বলে তোফায়েল আহমেদ তাকে সাজঘরে ফেরানোর সময় চট্টগ্রামের রান ছিল ১০৬। সেখান থেকে শেষ ২৮ বলে আর মাত্র ৩৯ রান যোগ করে চট্টগ্রাম।

তামিম ৩৩ বলে ৬৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। এদিন অর্ধশতক পূর্ণ করতে ২৭ বল খরচ করেন এই বাঁহাতি। ১৯৬.৯৭ স্ট্রাইক রেটের ইনিংসটিতে ৮টি চার ও ৩টি ছক্কার মার ছিল।

You might also like

Leave A Reply

Your email address will not be published.