ময়লার ভাগাড় থেকে উচ্ছিষ্ট খাওয়ার ছবিটি পুরোনো

রিউমর স্ক্যানারের প্রতিবেদন

সম্প্রতি ফুটপাতে ময়লার ভাগাড় থেকে একজন বৃদ্ধের উচ্ছিষ্ট কুড়িয়ে খাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ‘দুর্ভিক্ষের বাংলাদেশ’ এবং ‘বাংলাদেশের অবস্থা’ শীর্ষক ক্যাপশনে ছবিটি পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি সাম্প্রতিক বাংলাদেশের ছবি।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং ২০২৩ সালের পুরোনো ছবি। অনুসন্ধানে দেখা যায়, আলোকচিত্রী জিএমবি আকাশের ফেসবুক পেজে রবিবার (৮ ডিসেম্বর) হুবহু একই ছবি পোস্ট করা হয়েছে। একই ছবি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও শেয়ার করা হয়েছে।

পোস্টগুলোর ক্যাপশনে আকাশ উল্লেখ করেছেন, ছবিটি ২০২৩ সালের ১৭ নভেম্বর ধারণ করা হয়েছে।

তবে, ছবিটির সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। কেউ কেউ দাবি করেছেন, এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি। এ প্রেক্ষিতে, রিউমর স্ক্যানার টিম আলোকচিত্রী জিএমবি আকাশের সঙ্গে যোগাযোগ করে মূল ছবিটি সংগ্রহ করেছে।

মূল ছবির মেটাডাটা বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে যে, ছবিটি আসল এবং এটি ২০২৩ সালের ১৭ নভেম্বর তোলা হয়েছে।

সুতরাং, বৃদ্ধের উচ্ছিষ্ট খাওয়ার পুরোনো একটি ছবি সাম্প্রতিক দাবিতে সামাজিকমাধ্যমে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

You might also like

Comments are closed.