কী হতে চলেছে বাশার-পরবর্তী সিরিয়ায়

সিরিয়া ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ; এটি পুরনো খবর। এখন আন্তর্জাতিক মহলসহ সবার চিন্তায় সিরিয়ার ভবিষ্যত। সবাই জানতে চাইছেন,কী হতে চলেছে দেশটিতে। রবিবার (৮ ডিসেম্বর) এ বিষয়ে বিবিসি, আল জাজিরা ও সিএনএনে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট সব মহল থেকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এবং রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের সুরক্ষার বিষয়টির ওপর জোর দেওয়া হয়েছে।

সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি জানিয়েছেন, সরকার ‘জনমানুষের বেছে নেওয়া নেতৃত্বের সঙ্গে সহযোগিতা’ করার জন্য প্রস্তুত। রবিবার সকালে পূর্বে ধারণকৃত বার্তায় তিনি এ কথা জানান।

আল-জালালি বলেন, ‘মানুষের বেছে নেওয়া যেকোনো নেতাকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত। আমরা সরকারী কার্যক্রমের সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক হস্তান্তরে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে চাই। সরকারি কোনো সেবা যাতে বিঘ্নিত না হয়, সেদিকে নজর রাখতে হবে।’

প্রধানমন্ত্রী সরকারি প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষিত রাখার আহ্বান জানান। বলেন, এগুলো জনগণের সম্পদ। আমি আমার বাড়িতেই আছি। কোথাও যাইনি, যেতে চাইও না। আমি চাই শান্তিপূর্ণভাবে সরকারি প্রতিষ্ঠানগুলোতে কার্যক্রম অব্যাহত থাকুক। দেশের সব জনগণ সুরক্ষিত ও নিরাপদে থাকুক।

বিদ্রোহীদের নেতা আবু মোহাম্মদ আল-জুলানি টেলিগ্রাম বার্তায় বলেন, ‘দামেস্কে অবস্থানরত সব যোদ্ধাকে বলছি, সরকারি প্রতিষ্ঠানের দিকে আগাবেন না। এটা পুরোপুরি নিষিদ্ধ। আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী এগুলোর দেখভাল করবেন। আকাশে গুলি ছোড়াও নিষেধ।’

গত বৃহস্পতিবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জুলানি সিরিয়ার ভবিষ্যত নিয়ে তার দৃষ্টিভঙ্গি বিস্তারিত আকারে তুলে ধরেন। সেখানে তিনি প্রথমবার তার আসল নাম আহমেদ আল-শারআ নামে নিজেকে জনসম্মুখে পরিচয় দেন।

বিরোধী দল জানায়, ‘সিরিয়ার স্বাধীনতা অর্জন দেশটির সন্তানদের জন্য বিজয়, যারা এই ভূখণ্ড ও জনগণকে একাত্ম করতে নিজেদের জীবন দান করেছেন। এই মাহেন্দ্রক্ষনে সিরিয়ার সামাজিক ঐক্যবদ্ধতাকে আরও শক্তিশালী করে তোলা ও সমাজের ন্যায়বিচার ও সম্মানের মূলনীতিগুলোকে সমুন্নত রাখতে প্রতি আমাদের অঙ্গীকারের বিষয়টি আবারও প্রকাশ করছি।

You might also like

Comments are closed.