৬০ বছর সঙ্গীহীন, বৃদ্ধাশ্রমে প্রেম, অতপর বিয়ে

বয়স বেশি হয়ে গেলে নাকি বিয়েতে মানা ! এ নিয়ে ‘বুড়ো বয়সে ভীমরতি’ ধরনের অনেক বাগধারারই প্রচলন আছে আমাদের সমাজে। কিন্তু এসব নিয়ম, কথাবার্তাকে থোড়াই কেয়ার করে সবচেয়ে বেশি বয়সে বিয়ে করে রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের নাগরিক বার্নি লিটম্যান (১০০) এবং মার্জোরি ফিটারম্যান (১০২)! তারা দুজনই ৬০ বছরের বেশি সময় ধরে সঙ্গীহীন ছিলেন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানায়, ফিলাডেলফিয়ার শতবর্ষী এই দম্পতির প্রেমের গল্প ফিলাডেলফিয়ার একটি বৃদ্ধাশ্রম থেকে থেকে শুরু হয়। নয় বছর আগে তাঁদের দেখা হয় এবং দ্রুত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৯ মে এই দম্পতি বিয়ে করেন।

বার্নি এবং মার্জরি উভয়ই ছয় দশক ধরে সঙ্গীহীন ছিলেন। তরুণ বয়সে তারা একসঙ্গে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাও করেন। তবে তখন তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না। বার্নি পেশায় একজন প্রকৌশলী ছিলেন। অন্যদিকে মার্জোরি ছিলেন একজন শিক্ষক।

বার্নিয়ের নাতনি জেউইশ ক্রনিকল বলেন, ‘আমার ১০০ বছর বয়সী দাদা তার ১০২ বছর বয়সী বান্ধবীকে বিয়ে করেছেন! তারা একটি বৃদ্ধাশ্রমে একই তলায় থাকতেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.