ঢাকায় হরতাল, কি করতে চায় বিএনপি?
আগামীকাল ঢাকায় সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। রাতে দলের নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে এই নির্বাচন প্রত্যাখ্যান করে হরতালের ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশা করব, ঢাকাবাসী তাদের অধিকার রক্ষার জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা করবে। এই নির্বাচন সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।’
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রধান নির্বাচনী এজেন্ট ও বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল এ বিষয়ে মাল্টিনিউজটোয়েন্টিফোরকে বলেন, ‘আমি সংবাদ সম্মেলনে যেতে পারিনি। আপনারা জানেন, কেন্দ্র পরিদর্শনে গেলে আমার গাড়ি লক্ষ্য করে পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়।’
হরতালের মতো কর্মসূচীর মাধ্যমে কি আদায় করতে চায় বিএনপি জানতে চাইলে তিনি বলেন, ‘সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যে সরকার তাদের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করেছে তার বিরুদ্ধে জনগণের পক্ষে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল একটি ছোট-টোকেন প্রতিবাদ কর্মসূচী দিয়েছে বলা চলে। সময়ের সাথে সাথে আন্দোলন নিশ্চয়ই বিভিন্ন ধাপে বিভিন্ন রূপ নিতে থাকবে।’