অ্যাপলের এয়ারপড খুঁজল হারানো গাড়ি!

অ্যাপলের এয়ারপড; গাড়িতে গান শোনার জন্য ফোনের সঙ্গে কানেক্ট করে অডিও কল করা যায়। এই যন্ত্রের তেমন কোনো কাজ নেই বলেই সাধারণ মানুষ ভাবে। কিন্তু তা যে আদৌ সত্যি নয় সেটা প্রমাণিত হল এক মার্কিন যুবকের জীবনে। তার হারানো ৫ কোটির ফেরারি গাড়ি খুঁজে দিল ওই আইপডই। অবিশ্বাস্য মনে হলেও সত্যি। ঘটেছে এমনটাই।

আমেরিকার কানেক্টিকাটের গ্রিনউইচ বেশ নিরিবিলি এক শহর। নিজের ব্র্যান্ড নিউ ২০২৩ মডেলের ফেরারি গাড়িটি পার্ক করার সময় ওই যুবকটি ঘুণাক্ষরেও টের পাননি কী ঘটতে চলেছে! তিনি আর কী করে বুঝবেন দূর থেকে সেদিকে নজর রেখে এক চোর। সেই চোর আচমকাই গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই ওই যুবক বাক্যিহারা হয়ে পড়েন। অথচ দামী গাড়িটি কী করে উদ্ধার করবেন তা ভাবতে গিয়ে দিশেহারা হয়ে যাচ্ছিলেন তিনি।

কিন্তু আচমকাই বিদ্যুৎচমকের মতো তার মাথায় ভেসে আসে সংকেত। মনে পড়ে যায়, সাধের আইপড দুটি রয়ে গিয়েছে গাড়িতে। সঙ্গে সঙ্গে জন্ম নেয় এক আইডিয়া। আসলে অ্যাপলের ‘ফাইন্ড মাই’ ফিচারটি বহুদিন ধরেই ইউজারদের মুগ্ধ করে চলেছে। এই ফিচারই এ যাত্রা বাঁচিয়ে দেয় ওই যুবককে। তিনি সেটি ব্যবহার করেই দেখতে পান গাড়িটির অবস্থান। সেটা থেকে পাঠানো সিগন্যাল পুলিশকে জানাতেই এক গ্যাস স্টেশন থেকে উদ্ধার হয় গাড়িটি। চোর অবশ্য ততক্ষণে পগার পার। তা হোক, ৫ কোটির ফেরারি ফিরে পেয়েই উৎফুল্ল ওই যুবক। অ্যাপল ও আইপডের জয়ধ্বনি এখন তার মুখে।

তবে এই প্রথম এই ফিচার এমন কাণ্ড ঘটাল তা নয়। ডিভাইস যে জীবনদায়ী হতে পারে তা প্রমাণ হয়েছে আগেও। অ্যাপলের এই ধরনের প্রযুক্তির জয়জয়কার হয়ে চলেছে বহুদিন ধরেই। আবারও তা নিজের ‘ক্ষমতা’ জাহির করে চমকে দিল সবাইকে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.