জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো যুক্তরাষ্ট্রের

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। খসড়া প্রস্তাবে গাজার উপত্যকায় অবিলম্বে ‘শর্তহীন এবং স্থায়ী যুদ্ধবিরতির’ প্রস্তাব তুলে ধরা হয়। গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত থাকা অবস্থায় স্থানীয় সময় বুধবার (২০ নভেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০ সদস্য দেশের প্রস্তাবটি নিয়ে ভোট হয়। এতে নিরাপত্তা পরিষদের ১৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও বিরোধিতা করে কেবল যুক্তরাষ্ট্র।

জাতিসংঘে সেশন চলাকালে যুক্তরাষ্ট্রের উপদূত রবার্ট উড বলেন, আমরা আলোচনার সময় পরিষ্কারভাবে জানিয়ে যে বন্দিদের মুক্তি নিশ্চিত না করে আমরা কোনো শর্তহীন যুদ্ধবিরতিকে সমর্থন করতে পারি না। যুদ্ধের স্থায়ী অবসান শুধুমাত্র বন্দিদের মুক্তির সঙ্গে সংযুক্ত থাকতে হবে।

গত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ওঠা গাজার যুদ্ধবিরতির প্রস্তাবে বাইডেন প্রশাসন চতুর্থবারের মতো ভেটো দিল।

জাতিসংঘে ফিলিস্তিনের উপদূত মজেদ বামিয়া নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, একটি যুদ্ধবিরতি সবার জীবন বাঁচাতে পারে। এটি গত বছরও সঠিক ছিল, আজ তা আরও গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, বিশ্বকে ফিলিস্তিনিদের মৃত্যুকে স্বাভাবিক বিষয় ভাবতে দেওয়া উচিত নয়, ফিলিস্তিনি শিশুদের ক্ষুধার্ত দেখা উচিত নয়।

এদিকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের বিমান হামলায় প্রায় ৪৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। বর্তমানে এই উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয় চলছে।

জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ডানন যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ায় ধন্যবাদ জানিয়ে বলেন, বাইডেন প্রশাসন ‘নৈতিকতা এবং ন্যায়বিচারের পক্ষে দাঁড়িয়েছে। বন্দিদের মুক্তির পক্ষে তাদের অবস্থান ধরে রেখেছে।’

এদিকে জাতিসংঘে আলজেরিয়ার রাষ্ট্রদূত আমর বেন্ডজামা বলেন, এটি স্পষ্ট বার্তা যে ‘আপনি আপনার গণহত্যা চালিয়ে যেতে পারেন, আপনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে সর্বজনীন শাস্তি বজায় রাখতে পারেন। সূত্র: আল-জাজিরা

You might also like

Leave A Reply

Your email address will not be published.