অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ বৃদ্ধি আরব আমিরাতে

সংযুক্ত আরব আমিরাতে ভিসা ছাড়া বসবাসরত প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন আরও দুই মাস। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ইউএই’র ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস ও পোর্ট সিকিউরিটির (আইসিপি) বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে দেশটির শীর্ষ গণমাধ্যমগুলো।

এর আগে গত ১ সেপ্টেম্বর থেকে দুই মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। সাধারণ ক্ষমার পূর্বনির্ধারিত তারিখ ৩১ অক্টোবর শেষ হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার আরও দুই মাস বাড়ানোর ঘোষণা দেয় দেশটির কর্তৃপক্ষ।

সাধারণ ক্ষমার ফলে অবৈধ প্রবাসীরা বৈধতার সুযোগ পাচ্ছেন। যারা আগে আরব আমিরাতে রেসিডেন্স ভিসায় ছিলেন এবং বর্তমানে অবৈধ তারা ‘স্পন্সর’ খুঁজে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন অথবা বিনা জেল-জরিমানা বা নিষেধাজ্ঞা ছাড়াই আরব আমিরাত ত্যাগ করতে পারছেন।

নতুন মেয়াদে এই সাধারণ ক্ষমা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

You might also like

Leave A Reply

Your email address will not be published.