কৃষক লীগ সভাপতি সমীর চন্দ গ্রেপ্তার

কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানানো হয়। ডিএমপি বলছে, বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে সমীর চন্দকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি।

২০১৯ সালে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে সভাপতির দায়িত্ব পান সমীর।

You might also like

Comments are closed.